Notice Board
এস.এস.সি ২০২৪ নির্বাচনী পরীক্ষা
মুহাঃ আবুল মনসুর (উপজেলা নির্বাহী অফিসার)
সভাপতি
একটি সভ্য জাতি বিনির্মানে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার রস ও মার্ধুয নিয়ে প্রতিটি মানুষ যখন নিজেকে সঠিক কাজে উৎর্সগ করে তখন জাতির কল্যাণ নিশ্চিত হয়। আবার শিক্ষালাভের মধ্য দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে সত্য আবিষ্কার করেতে সক্ষম হয়।
অত্র বিদ্যালয় টি শুরু থেকেই শিক্ষার গুনগত মানকে সমুন্নত করে আসছে। দক্ষ গভর্নিংবডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ, সৃজনশীল, উদ্যমী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকার পরিচর্যায় তৈরি হচ্ছে অসীম জ্ঞানের এক নিকুঞ্জ। আর তা থেকে বেড়িয়ে আসছে এক আত্মবিশ্বাসী জাতি। ভর্তি প্রক্রিয়া, ফলাফল তৈরী ও প্রকাশ, বিশেষ করে শ্রেণী কক্ষে পাঠদানে রয়েছে অত্যাধুনিক ও ডিজিটাল পদ্ধতি।
আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট টি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারন মানুষের জন্য রয়েছে উন্মুক্ত। মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা সহ কারিগরি শাখা চালু আছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিদ্যমান। প্রভাতি শাখায় বালিকা ও দিবা শাখায় বালক শিক্ষার্থী পড়াশুনা করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ঐতিহ্যবাহী এই স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের সুন্দর জীবন কামনা করছি।
মোঃ সিরাজুল ইসলাম
প্রধান শিক্ষক
এই ওয়েবসাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কাযক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।
স্কুলের ইতিহাস ও ঐতিহ্য
নারী শিক্ষা জাগরিত হওয়ার উদ্দেশ্যে ১৯৭০ সনে বিদ্যালয়টি স্থাপন করা হয় তৎকালীন এসডিও এবং স্থানীয় চেয়ারম্যান এবং এলাকার ব্যক্তিবর্গের উদ্যোগে বিদ্যালয়টির জমি ক্রয় ও স্থাপনা তৈরি হয় অতঃপর বিদ্যালয়টি উন্নতির দিকে প্রসারিত হইতে হইতে আজ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।
আমি প্রধান শিক্ষক হিসেবে এলাকার সর্বস্তরের সচেতন লোকের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি এবং একইসঙ্গে বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
মোঃ সিরাজুল ইসলাম
প্রধান শিক্ষক



বার্ষিক কর্মসম্পাদন চুক্তি


Follow us on Facebook
School Event
Follow us Eduman on Facebook
আমাদের সম্পর্কে মতামত


